Thursday, October 26, 2006

ঈদ মোবারক !


অবশেষে আরও একটা নিরুত্তাপ দিন জীবনবৃক্ষ থেকে খসে পড়লো। আজ ঈদ, নিরুত্তাপ এই দিনের উত্তপ্ত অভিনন্দন গ্রহন করুন- ঈদ মোবারক!!

ঈদের এই দিনে প্রতি বছর কেন যেন বিষাদে মনটা ভরে ওঠে
অথচ আমি কিন্তু নৈরাশ্যবাদী নই। অনেক ভেবেছি কিন্তু এই বিষাদের যৌক্তিক কোন কারন আজ অব্দি উদ্ধার করতে পারিনি। শেষমেষ ইদানীং ভাবনাটা ছেড়েই দিয়েছি, কেননা আমার জ্ঞানের বাইরে অনেক কিছুই তো ঘটছে- এটাও নাহয় ঘটুক।

প্রতিটা মানুষের মধ্যেই বোধহয় এমন মিশ্র বৈপরীত্য আছে।
নাকি নেই? আমি ঠিক জানি না। আর কখনো জানা হবে কিনা তাও জানা নেই।

No comments:

Post a Comment