বিগত তিন দিনের চেষ্টায় আজ প্রথম বাংলায় লিখতে পারলাম। মন খুলে কথা বলার আনন্দ, কিযে আনন্দ, আনন্দে চোখে জল এসে যাচ্ছে। গতকাল শান্তিতে নোবেল পেয়েছেন ড: ইউনুস। বাংলাদেশী হিসেবে গর্বে বুক ভরে যাচ্ছে কিন্তু চাদের গায়ে কলংকের মত বুকে বিধছে নিম্নবিত্তের শ্রম শোষণ করে পুজিবাদের বিকাশে ক্ষুদ্র ঋণ কিভাবে কাজ করেছ তা ভেবে।
No comments:
Post a Comment