আজ কদিন থেকে শরীরটা মোটেও ভালো নেই। অনবরত জ্বরের অনুভূতি নিয়ে দিন কাটাচ্ছি। গত সপ্তাহ থেকে আবহাওয়া পাল্টাচ্ছে। সন্ধ্যা থেকেই শুরু হচ্ছে হালকা কুয়াশার মোহময় রাত। শেষরাতে কুয়াশার প্রকোপ এতটাই বেড়ে যায় যে, কদিন আগের খুলে রাখা জানালার কুয়াশায় সর্দিতে ভুগছি। আজ ইদুল ফিতরের আগের সপ্তাহের শেষ অফিস। ভীষন রকমের ব্যস্ততায় কাটলো পুরোটা দিন, লোকজন ক্যামন পাগল হয়ে গেছে টাকার জন্য।
No comments:
Post a Comment