Tuesday, October 24, 2006

কাল ঈদ !


রোজা আর ঈদ নিয়ে এবার অনেক ফ্যাসাদ হলো। প্রথম বিপত্তি শুরু হল রোজা শুরু নিয়ে। সবার ধারনা মিথ্যা প্রমান করে রাতের সংবাদে বলা হল রোববার রোজা হবেনা, যদিও মধ্যপ্রাচ্যে রোজা শুরু হয়েছে শনিবার সে হিসেবে রোববার বাংলাদেশে রোজা শুরু হবার কথা। এভাবে যদিও রোজা শুরু হল কিন্তু মুল বিপত্তি বাধলো ঈদ কবে হবে তা নিয়ে। এদেশের অনেকেই ঈদ করেছে গতকাল, মুফিত আমিনীসহ অনেকেই করেছে আজ, ইন্দোনেশিয়া, পশ্চিমবঙ্গে ঈদ হয়েছে আজ আর আমরা ঈদ করবো কাল।
কাল যখন আমরা কাধে কাধ মিলিয়ে এক সারিতে সকল বিভেদ ভূলে নামাজে দাড়াবো তখন কী আমাদের মহামান্য দুই নেত্রী সকল বিভেদ ভূলে যাবে? আমি জানি যাবে না। বিভেদ ভুলে গেলে কী রাজনীতি হয় ???

তবুও ঈদের শুভেচ্ছা ।

ঈদ মোবারক।।

(ছবি: জনকন্ঠের সৌজন্যে)



No comments:

Post a Comment