আজ কদিন ভীষন বিষন্নতা যাচ্ছে।
মানুষের মন বোধহয় এমিনই।
কোন কারন ছাড়াই মেঘলা আকাশের মতো বিষন্নতার মেঘে ছেয়ে যায় মনের আকাশ।
যে আমার একান্ত কাছের
যে আমার নিতান্ত আবেগের
যাকে মনে করে নরুত্তাপ কাটানো যায় সারাদিন সারাবেলা
সে আমায় বুঝলোনা
বুঝলোনা কিছুতেই!!
No comments:
Post a Comment