Monday, October 23, 2006

বড় বেশী বেদনার কথা


ঈদকে সামনে রেখে মানুষের হুঢ়োহুড়ি দেখে তাজ্জব বনে যাই। ঈদের আগের সপ্তাহেই আমার মনটা কেমন যেন বিষন্নতায় ভরে ওঠে। সবসময় তটস্থ থাকি কখন আরো একটা দু:সংবাদ পাবো। যেমন আজ পেলাম।


বেশ কিছুদিন টিভি দেখছিনা। আজ বসলাম। বসেই মনটা খারাপ হয়ে গেলো। দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ফলে একটি লঞ্চ ২০০জন যাত্রী নিয়ে ডুবে গেছে। সন্ধ্যা পর্যন্ত লাশ পাওয়া গেছে ১৬টি কতজন নিখোজ রয়েছে তার কোন সঠিক পরিসংখ্যান সরকার দিতে পারেনি। অবশ্য পারার কথাও নয়। কারন আমাদের সরকার বাহাদুর এ মুহুর্তে সংলাপ নিয়ে মহা ব্যস্ত রয়েছে। আমার বিশ্বাস অবশেষে এই সংলাপ-নাটকও অশ্ব ডিম্ব প্রসব করবে। হায় সেলুকাস! বড় বিচিত্র এই দেশ ?

No comments:

Post a Comment