কাল বিজয়ের দিন
আরও একটা বিজয় উতসবের দিন এসে গেল দেখতে দেখতেই। আমাদের বিজয়ের দিনটা অনেকটাই কালো মেঘে ঢাকা। এখনো এদেশে স্বাধীনতার বিরোধীরা সভা সেমিনার করে নিজেদেরকে সঠিক প্রমান করার চেষ্টা চালায়। এখনো এদেশের সাচ্চা মুসলমান মহিলারা ক্রিকেটমাঠে "মেরি মি" লিখে পাক খেলোয়ার আফ্রিদিকে প্লাকার্ড দেখায়। আমার বয়েস খুব বেশী নয় অবশিষ্ট জীবনে আরও যে কত কিছু দেথতে হবে_আল্লাহ মালুম।