আমার ভাবনার পথ ধরে রাত্রি হেটে হেটে সকাল বয়ে আনে,
আমি আমার নিজের কথা বলি অন্যের কানে কানে।
Wednesday, May 09, 2007
নামটা পরিবর্তন করেই ফেললাম
আমার ব্লগের নামটা নিয়ে প্রথম থেকেই একটা আপত্তি আমার ছিলই। শেষমেষ লন্ডন প্রবাসী আমার এক ভাগ্নের অনুরোধে নামটাই পরিবর্তণ করে ফেললাম। যে কথাগুলো খুবই জরুরী অথচ কেউ মুখ খুলে বলেনা আমি হয়তোবা সেগুলোই বলতে চাইব। হয়তোবা বলবো ও