ব্রাউজারের সমস্যার জন্যে বেশ কদিন লিখতে পারিনি। আমার যে দু'একজন শুভাকাঙ্খী আছেন তাদের মেল পেয়ে মনে হচ্ছে লেখালেখিটা চালিয়ে যাওয়া বেশ জরুরী। তাই ভালো কোনও দিনের প্রত্যাশায় আবার কলম হাতে নিলাম। কৃতজ্ঞতা তাদের প্রতি যারা আমার বন্ধ কলমের দুয়ার খুলে দিয়েছেন।
লিখে যান ভাই, থামবেন না।
ReplyDelete