Wednesday, March 21, 2007

নিজেকে প্রশ্ন করি কে আমি?

দেশটার আমূল পরিবর্তন হয়ে গেছে দেড় মাসেই। আইন না মানতে না মানতে যখন স্বভাবই হয়ে গিয়েছিল আইন না মানা ঠিক সেরকম একটা সময়ই জারী করা হল জরুরী আইন। কী আশ্চর্য ভোজবাজীর মত সব অনিয়ম নিয়ম হয়ে যেতে লাগলো আর একটা একটা করে থলের বিড়াল বেড়িয়ে আসতে লাগলো ক্রমাগত। ত্রানের জন্য দেয়া খাদ্য সামগ্রী কতগুলো কার পেটে গেছে অনুমান করা সহজ হয়ে গেল গিলে খেতে না পারা উদ্ধার করা ত্রানের টিনের পরিমান দেখে।

টিন খেয়েছে কারা? আমরা যাদেক ভোট দিয়ে আমাদের নেতা বানিয়েছি অথবা আগামীতে যাদেরকে নেতা বানাবো বলে মনস্থির করে রেখেছি তারা। কতটা অনিয়মে তলিয়েছিল জাতি শাপেবর হয়ে জরুরী আইন জারী না হলে কোনদিনই জানতো না কেউ। আমি জানি ভয় দেখিয়ে খুব বেশীদিন নিয়ম চালানো যায় না তবে এই ভয়টা আর কিছু না করুক একটা কাজ খুব ভালোভাবে করেছে সেটি হলো আত্মপোলব্ধির বোধটাকে কিছুটা হলেও নাড়া দিয়েছে।

আত্মপোলব্ধির বোধ কেবলমাত্র এ জাতিকে ক্রম অন্ধকারের তমাসা থেকে আলোর দিকে ধাবিত করতে পারে। আমি কে? এই জিজ্ঞাসাটা আজ খুব জরুরী। আমাদের বোধহয় সময় পেরিয়ে যাচ্ছে নিজেকে এ প্রশ্ন করার-এই আমিটা কে?

ওয়ার্ড 2007 এ ব্লগ

এই লেখাটি মাইক্রোসফট ওয়ার্ডে লেখা। অফিস ২০০৭ ব্লগারদেক একটা ভালো সুযোগ এনে দিয়েছে। বিশেষত যারা ফায়ারফক্স ব্যবহার করছেন। কেননা এখানে ফন্ট ভেংগে যাওয়া বা বর্ণমালা ওলোট পালোটের কোন ভয় নেই। বলে রাখি এটি আমার পরীক্ষামূলক লেখা। সাথে একটা ছবিও দিলাম। দেখি কী হয়?

বদলে যাওয়া দিন

আজকাল বেশ খারাপ সময় যাচ্ছে আমার। আবহাওয়া বদলে যাচ্ছে । শীত পালিয়ে পড়ছে গরম। শরীরের মধ্যে কেমন যেন একধরনের পরিবর্তন হচ্ছে। জানি না এটা কী?